ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিলেটে বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিলেটে বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার

সিলেটে বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার (২০ ডিসেম্বর)। ওইদিন বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সিলেট: সিলেটে বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার (২০ ডিসেম্বর)। ওইদিন বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক দশক ধরে চলে আসা বইপড়া উৎসবে এবারও অংশ নিচ্ছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
 
জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ এর আয়োজনে এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ ও  বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এন্ইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।