ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের সিদ্ধান্তে প্রতিবাদী অবস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের সিদ্ধান্তে প্রতিবাদী অবস্থান বাংলা একাডেমির সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকরা।

ঢাকা: একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে কর্মসূচির সমন্বয়ক বাকী বিল্লাহ বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে শ্রাবণ প্রকাশনীকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বাংলা একাডেমির অন্যায়ের প্রতিবাদ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ করার আইনি এখতিয়ার বাংলা একাডেমির নেই।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষক ও কথা সাহিত্যিক দীপংকর গৌতম, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান খান মাসুম, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসকেবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।