ওদিকে তীব্র অনচ্ছিায়ও রাত-বিরাতে চালের নিচে বদলে যেতে থাকে যখন তখন সওয়ারিতে অভ্যস্ত হওয়া সজীব মিয়ার এডিটরিয়াল। বসন্তের আগাম আবাহনে শীত যখন ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করে তখন রাতের শেষ প্রহরের প্রহেলিকায় স্বল্প বৃত্তান্তও হয়ে উঠে সরস, অকাট্য বর্ণনাময়।
বারোমাসি জল
অতঃপর ফেরার সময় হয়ে যায়।
সূর্যাস্তের দিকে ধাবিত হয় সময়ের রেলগাড়ি;
সকাল যায়, দুপুর যায়, ক্রমান্বয়ে রাতও চলে যায়
সময়ের রেলগাড়িটাও চলে যায় একসময়
মনজুড়ে শুধু পড়ে রয় একঝাঁক কোলাহল।
সাথে রয়ে যায় কিছু চোরকাঁটা;
ঢেউ তোলে সঙ্গোপনে -
ছুঁয়ে যাওয়া বারোমাসি জল।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএনএস