ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় গুজরাটি সন্ধ্যা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
শিল্পকলায় গুজরাটি সন্ধ্যা জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গুজরাটি ফোক ডান্স

ঢাকা: যদি সুরে দ্যোতনা থাকে, তাহলে ভাষার দুর্বোধ্যতাকে ছাপিয়ে সুরের প্রতিই আকৃষ্ঠ হয়ে পড়ে সুরপিয়াসীরা। আর মোহনীয় সুরে যদি নাচের মুদ্রার ঝলকানি থাকে, তাহলে শিল্পানুরাগীরা হারিয়ে যায় শিল্পের রাজ্যে।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় তেমনই এক রাজ্য দেখালেন গুজরাটি ফোক ডান্স এর শিল্পীরা। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বসে এ নাচ-গানের আসর।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনের গুজরাটি গান ও নাচের আসরে পরিবেশিত হয় রাস নৃত্য ও গর্বা নৃত্যে। এরপর বাহারি পোশাকের সঙ্গে লাঠি আর পায়ের ছন্দে হৃদয় কাড়া ডান্ডিয়া নৃত্যে সমাপ্তি ঘটে আয়োজনের।

সুরের সুধা আর নাচের মুদ্রা ভাষার দুর্বোধ্যতাকে পেছনে ফেলে বিদেশি এ নৃত্যকলা জয় করে নেয় সংস্কৃতি অনুরাগীদের হৃদয়। হলভর্তি দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালিই ছিলো তার বড় প্রমাণ।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এইচএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।