শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর লায়নিক মাল্টিমিডিয়ার কার্যালয়ে কাব্যগ্রন্থটির আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
রাতে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, বেলায়েত হোসেন, কবি জাহিদুল হক, রেজাউদ্দিন স্টালিন, আলমগীর রেজা চৌধুরী, জামসেদ ওয়াজেদ ও কথাশিল্পী জুলফিয়া ইসলাম।
মূল বইয়ের ৬০টি কবিতার মধ্য থেকে ১১টি কবিতার আবৃত্তি নিয়ে তৈরি করা হয়েছে অ্যালবামটি। এরমধ্যে 'সাগর বিরহে নগর' নামের একটি আবৃত্তি শোনা যাবে কবির নিজ কণ্ঠে।
দীর্ঘস্থায়ী শোকসভা অ্যালবামটি পাওয়া যাবে শাহবাগের পাঠকসমাবেশ ও সুরের মেলায়।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এইচএমএস/এসএইচ