বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বাউল সম্রাটের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার মনজুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কার্য-নির্বাহী কমিটির সদস্য অরুণ তালুকদার, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ্র প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংস্কৃতির রাজধানী হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জে জন্ম হয়েছে অনেক বাউল সাধক-মরমী- কবির। তাদের গান দিয়ে সুনামগঞ্জকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিম ছিলেন অতি সাধারণ একজন মানুষ। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। এ বাউল সম্রাটের গাওয়া গান গেয়ে অনেকেই দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন। তিনি আমাদের সম্পদ। আমাদের গর্ব।
আলোচনা সভা শেষে শিল্পকলায় স্থানীয় শিল্পীরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরআইএস/