ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকায় স্থাপত্য ইতিহাসের প্রদর্শনী শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ঢাকায় স্থাপত্য ইতিহাসের প্রদর্শনী শুরু

ঢাকা: স্থাপত্য পেশাজীবীদের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের প্রদর্শনী শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ পাঁচটি স্থানে পক্ষকালব্যাপী ‘বিল্ড বাংলাদেশ’ স্থাপত্য প্রদর্শনী শুরু হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এবং এশিয়ার স্থপতিদের সংগঠন আর্কএশিয়ার যৌথ আয়োজনে ২১টি দেশের স্থপতিদের সম্মেলন উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা বলছেন, এবারের আয়োজন বাংলাদেশের স্থাপত্য শিল্পসহ আর্কএশিয়ার ৫০ বছর পূর্তি উদযাপন গুরুত্ব পাবে।

দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদেশি স্থপতিদের কাছে বাংলাদেশকে তুলে ধরার উপলক্ষ্য হবে এ প্রদর্শনী।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় এবং আর্মি গলফ ক্লাবে বিভিন্ন ক্যানভাসের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।