ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হেলাল হাফিজের বিদায়ে ফেসবুকজুড়ে শোকের ছায়া 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
হেলাল হাফিজের বিদায়ে ফেসবুকজুড়ে শোকের ছায়া  হেলাল হাফিজ (ফাইল ফটো)

‘বেদনাকে বলছি কেঁদো না’র কবি কবি হেলাল হাফিজ তার পাঠক-ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে নিজের আবাসস্থল একটি হোস্টেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রিয় কবির মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তার অজস্র পাঠক-ভক্ত। শোক ও ভালোবাসা তাকে স্মরণ করছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, লেখক, চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরোটা যেন এখন হেলাল হাফিজের কবিতা-স্মৃতির চাদরে ঢেকে গেছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কবি হেলাল হাফিজ আর যৌবনের গান প্রায় সমার্থক হয়ে গেছে। কবির প্রয়াণে শোক এবং শ্রদ্ধা। ’

গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার ‘হেলাল হাফিজ! আপনি আমাদের মিছিলে নিয়েছিলেন আমাদের শ্রেষ্ঠ সময়ে। বিদায়!’ 

লেখক ও সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘কবি মরে গেলে পৃথিবী অনেকটা ফাঁকা লাগে। বিদায় হেলাল হাফিজ। শ্রদ্ধা। ’ 

কবি সাইয়েদ জামিল লিখেছেন, অন্তিম শ্রদ্ধা প্রিয় হেলাল ভাই।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।