ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

জুলাই অভ্যুত্থান নিয়ে মাহমুদুল হক জাহাঙ্গীরের বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, অক্টোবর ১৩, ২০২৫
জুলাই অভ্যুত্থান নিয়ে মাহমুদুল হক জাহাঙ্গীরের বই

কবি, কথাসাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক জাহাঙ্গীরের নতুন বই  “রক্ত দিয়ে লেখা ছাত্র-জনতার বিপ্লব ’২৪” পাঠক মহলে সাড়া ফেলেছে। জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের প্রতিটি ঘটনা তিনি যেমন তারিখ দিয়ে উল্লেখ করেছেন তেমনি জুলাই বিপ্লবের খুঁটিনাটি বিষয়ও বাদ দেননি।

ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী ও পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র ও নিরস্ত্র জনতার ওপর যেভাবে গুলি চালিয়ে ফ্যাসিস্ট  সরকারকে বাঁচানোর চেষ্টা করেছিল, তা এ দেশে একটি বিরল ঘটনা হয়ে থাকবে।

এ কারণে জুলাই বিপ্লবকে বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয়বার স্বাধীনতা লাভের ঘটনা বলে অভিহিত করা হয়। গুলি, হামলা, নির্যাতন ও গুম করে এত মানুষের জীবন কেড়ে নেওয়া ও হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করে দেওয়া এক চরম নিষ্ঠুরতার পরিচয়।

লেখক মাহমুদুল হক জাহাঙ্গীর এসব বিষয়গুলোকে নিপুণভাবে তার বইতে তুলে ধরেছেন। এছাড়া তিনি যে কাজটি করেছেন তা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের কর্মকাণ্ড ও তাদের ব্যর্থ করে দেওয়ার জন্য ফ্যাসিস্টের দোসররা যেসব ঘটনা ঘটিয়েছে, তার সব বর্ণনা এ বইতে রয়েছে। সে কারণে বলা যায়, বইটি ২০২৪ সালে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের একটি পূর্ণাঙ্গ ইতিহাস। এনসিপি গঠন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়াসহ আওয়ামী লীগের নিষিদ্ধকরণের সবগুলো বিষয় বইটিতে পাওয়া যাবে।

ভালো মানের কাগজ, সাদা-কালো ছবিসহ বইটিতে বেশকিছু কালার ছবি সংযোজন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের এশিয়া পাবলিকেশন্স। বইটি রকমারিসহ অন্যান্য সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।