ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কাজী জহিরুল ইসলামের নতুন কবিতার বই ‘একালে কাকতলাতে বেল’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
কাজী জহিরুল ইসলামের নতুন কবিতার বই ‘একালে কাকতলাতে বেল’ কবিতা বইটির প্রচ্ছদ ও কবি কাজী জহিরুল ইসলাম (ফাইল ফটো)

ঢাকা: বাস্তবতাকে উল্টো করে দেখেও কঠিন বাস্তবতার শুদ্ধ চিত্র আঁকা যায়। তৈরি করা যায় এ সমাজেরই চিত্রকল্প। এ ক্ষমতা কেবল একজন শক্তিমান কবিরই থাকে। কবি কাজী জহিরুল ইসলামও এই প্রতিবাস্তবতার প্রবক্তা।

তিনি লিখেছেন ‘প্রতিবাস্তব কবিতা’। আর এসব কবিতা নিয়ে সম্প্রতি অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে বেরিয়েছে তার সর্বশেষ বই ‘একালে কাকতলাতে বেল’।

গত ১২ অক্টোবর ঢাকায় এর ঘটা করে মোড়ক উন্মোচনও হয়ে গেলো। কবিতা বইটির মোড়ক উন্মোচন করেন ভাষাসৈনিক, রবীন্দ্রতত্ত্বাচার্য আহমদ রফিক।

কেন এই প্রতিবাস্তব কবিতা- জানতে চাইলে কবি কাজী জহিরুল ইসলাম বলেন, জীবনকে নতুন চোখ দিয়ে দেখার চেষ্টা। বাংলা কবিতায় খানিকটা নতুনত্ব যোগ করার প্রয়াস। যেমন, এক কবিতায় আমি বলেছি, ‘সমুদ্র-পাশে যে প্রবীণ অরণ্য, সেখানে ধীরপ্রবণ/জল-কাদাদের হাঁটাহাঁটি মৃতপ্রায় সরীসৃপ-দেহে’। সরীসৃপের হাঁটাহাঁটি কাদার ভেতর না বলে আমি বলেছি কাদাদের হাঁটাহাঁটি মৃতপ্রায় সরীসৃপের দেহে। এই যে উল্টো করে বলা, এর মধ্য দিয়েও কিন্তু অরণ্যের ভেতরে প্রবহমান নদী শুকিয়ে খরা হয়ে যাওয়ার বাস্তব চিত্র উঠে এসেছে।
 
এমন বেশ কিছু কবিতাসহ ৫০টি কবিতা স্থান হয়েছে ৮০ পৃষ্ঠার এই ‘একালে কাকতলাতে বেল’ গ্রন্থে। বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। রকমারি ডটকম, এনআরবিবাজার ডটকম ছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরসহ বিভিন্ন বইয়ের দোকানে এখন বইটি পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে বইটি বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছে। কেননা, ১৩ থেকে ১৯ অক্টোবর- সাত দিনব্যাপী বাতিঘরে আয়োজিত কাজী জহিরুল ইসলামের একক বইয়ের মেলাতে প্রতিদিনই বইটির স্টক শেষ হয়ে যায় এবং প্রকাশককে নতুন স্টক সরবরাহ করতে হয়।

বাতিঘরের সঙ্গে যৌথভাবে এই একক বইমেলা আয়োজন করে স্কলারস পাবলিশার্স।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।