ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাকা লিট ফেস্ট: প্রাঙ্গণজুড়ে নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ঢাকা লিট ফেস্ট: প্রাঙ্গণজুড়ে নানা আয়োজন

ঢাকা: শুরুটা হয়েছিল লালনের গানের সুরে। এরপর ভিড়টা জমে উঠলো উদ্বোধনী মঞ্চে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষেই গুণগুণিয়ে উঠলো পুরো প্রাঙ্গণ। নানা আয়োজনে শামিল হতে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলেন সবাই। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এমন আবহেই রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্টের প্রথম দিনের আয়োজন।  

এ দিন সকাল ৯টায় দুয়ার খোলে ঢাকা লিট ফেস্টের।

কিছুদূর এগিয়ে যেতেই কানে ভেসে এলো লালনের গান। বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে লালন গাইছিল ‘স্নিগ্ধ সাধু সঙ্গ’ গোষ্ঠী। দোতরা, তবলাসহ নানা বাদ্যে মুখর চারপাশ।

রবীন্দ্রনাথের ‘পঞ্চভূত’ নিয়ে নৃত্যনাট্য।  ছবি- ডি এইচ বাদল

এরপর শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। তা শেষ হতেই উৎসবস্থলের বিভিন্ন ভেন্যুতে শুরু হয় কবিতা, আড্ডা আর আলোচনার সেশন।  

লিট ফেস্টে কবিতা বিষয়ক আড্ডা।  ছবি- ডি এইচ বাদল

আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আলাপে বসেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাহিত্যিক মনিকা আলী, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন ও ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজ।  

এদিকে ততক্ষণে  দারুণ এক আয়োজন জমে উঠেছিল বর্ধমান হাউজের সামনে। অস্ট্রেলিয়ান হিপহপ গায়ক জোহাব জি খান জমিয়ে তুলেছিলেন পুরো লিট ফেস্ট প্রাঙ্গণ।  

অস্ট্রেলিয়ান হিপহপ গায়ক জোহাব জি খানের পরিবেশনা।  ছবি- ডি এইচ বাদল

অন্যদিকে অনেক দর্শনার্থী ভিড় করেছেন ভেতরে বসানো বিভিন্ন খাবারের দোকানে। সেখানেই গল্পে মেতেছে কেউ কেউ।  

প্রথম দিনের এ আয়োজন চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।  মেলায় প্রবেশের জন্য যারা নিবন্ধন করেনি, উৎসবস্থলেই রয়েছে তাদের নিবন্ধনের ব্যবস্থা। চাইলে ঘরে বসেও নিবন্ধন করা যাবে। এর জন্য https://www.dhakalitfest.com/register/, এই ঠিকানায় যেতে হবে। উৎসবের তিনদিনই নিবন্ধন চলবে।

আরও পড়ুন>>> পর্দা উঠলো ঢাকা লিট ফেস্ট’র

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ডিএন/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।