ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুগ্ধতায় শুরু ফোকফেস্ট’র শেষ দিনের পরিবেশনা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
মুগ্ধতায় শুরু ফোকফেস্ট’র শেষ দিনের পরিবেশনা

ঢাকা: কাওয়ালির সুরে অপার মুগ্ধতায় শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট ২০১৯-এর শেষ দিনের পরিবেশনা। 

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বিপুল দর্শক-শ্রোতার উপস্থিতিও চোখ-ধাঁধানো।  

এদিন শুরুতেই কাওয়ালি ঘরানার সঙ্গীত পরিবেশন করে স্টেডিয়াম মাতিয়ে তোলেন বাংলাদেশের গুণী শিল্পী আব্দুল মালেক কাওয়াল।

সুফি ঘরানার গান ‘ইশকে নবী ক্যায়া ভুল গেয়ি’ দিয়ে শুরু করে মালেক কাওয়াল একে এক পরিবেশন করেন ‘হজরতে ইসমে-আজম’, ‘ইয়া আলী’, ‘নূর-এ-মোহাম্মদ হাবীব আল্লাহ’, ‘বাবা মওলানা মওলানা', 'এই ভুবনে নেই তোমার তুলনা’, ‘খাজা পিয়া হে দিল্লীতে হে খাজা পিয়া’র মতো অসাধারণ সব গান।  

এরপর মঞ্চে ওঠে রাশিয়ার লোকগানের দল ‘সাত্তুমা’। ‘নিওফোক’ ঢঙের ফিউসন গান দিয়ে মঞ্চ মাতিয়ে তোলে এ দল। ম্যান্ডোলিন, বাঁশি, ভায়োলিনের সংযোগে রুশ লোকসঙ্গীতের অনন্য সুধা ও মাদকতা ছড়িয়ে দেয় কারেলিমা অঞ্চলের জনপ্রিয় এ ব্যান্ডদল।  

সান ফাউন্ডেশনের আয়োজনে ফোকফেস্টের এবারের উৎসবের স্পন্সর মেরিল। এবারে বিশ্বের ছয়টি দেশের প্রায় দুই শতাধিক শিল্পী উৎসবে অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯ 
ওএফবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।