ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

লন্ডনে বাংলাদেশ বইমেলার কেন্দ্রবিন্দু ‘বঙ্গবন্ধু কর্নার’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
লন্ডনে বাংলাদেশ বইমেলার কেন্দ্রবিন্দু ‘বঙ্গবন্ধু কর্নার’

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে সদ্যসমাপ্ত ‘বাংলাদেশ বইমেলা’য় আলাদাভাবে সবার নজর কেড়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের ‘বঙ্গবন্ধু কর্ণার’। 

যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গত শনিবার (১৬ নভেম্বর) ও রোববার (১৭ নভেম্বর) দু’দিনব্যাপী পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে এ বইমেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বইমেলা উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এর প্রাণকেন্দ্র হয়ে ওঠে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার ও ব্যানারে সাজানো হয় এ স্টল। জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকন্যার ১৪টি বই মেলায় আগত অতিথি ও বিপুল দশর্কের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই বইগুলো গভীর আগ্রহে সংগ্রহ করেন।  

এবারের মেলায় প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উদ্বোধক ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন সম্পর্কিত জাতীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এছাড়া বাংলাদেশের তথ্যসচিব আবদুল মালেক ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস্ ও নিউহ্যাম কাউন্সিলের মেয়র রোকসানা ফায়েজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ’র কন্ঠে জাতির পিতাকে নিয়ে কামাল আবদুল নাসের চৌধুরীর (কবি কামাল চৌধুরী) লেখা একটি বিখ্যাত কবিতার আবৃত্তি দর্শক-শ্রোতাদের অভিভূত করে। এছাড়া বাংলাদেশি-ব্রিটিশ শিল্পীদের পরিবেশিত বর্ণাঢ্য নাচ ও গান মেলাজুড়ে বাংলা সংস্কৃতির আবহ তৈরি করে।

বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অতিথি ও লন্ডনের পাঠক-ছাত্র-শিক্ষক-অভিভাবক-সংস্কৃতিকর্মীরা মেলায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।