ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাঁকালো সাংস্কৃতিক উৎসবে মেতেছে হেরিটেজ কার্নিভাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
জাঁকালো সাংস্কৃতিক উৎসবে মেতেছে হেরিটেজ কার্নিভাল ফ্যাশন শোতে মডেলরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জাঁকালো ফ্যাশন শো, গান-নাচে জমে উঠেছে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভাল। বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে কার্নিভালে বাহারি রঙের পোশাকের ফ্যাশন শো করা হয়। এছাড়া দেশাত্মবোধক ও আধুনিক গান পরিবেশন করেন সংগীতশিল্পীরা।

গান পরিবেশন করেন সংগীতশিল্পী মেহেরিন চৌধুরী। ফ্যাশন শোতে অংশ নেন চিত্রনায়িকা নিপুণসহ উদীয়মান নায়িকা-ফ্যাশন ডিজাইনাররা।

ফ্যাশন শোর র‍্যাম্পে হাঁটছেন মডেলরা।  ছবি: জিএম মুজিবুররাজধানীর গুলশান লেকপার্কে ‘মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিন চলছে শনিবার (১৪ ডিসেম্বর)। ফ্যাশন শোর র‍্যাম্পে হাঁটছেন এক মডেল।  ছবি: জিএম মুজিবুরঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

আরও পড়ুন>>তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে: শিল্পমন্ত্রী

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ, ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব) হামিদ আর চৌধুরী। সভাপতিত্ব করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি টুটলি রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।  ছবি: জিএম মুজিবুরউৎসবে নান্দনিক ও শৈল্পিক ডিজাইনের কারুশিল্পের পণ্যে মুগ্ধ দেশি-বিদেশিরা। কার্নিভালের বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে হাতে তৈরি কম্বল, পাটপণ্য, দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে তৈরি পণ্য, নকশী কাঁথা, বেনারসিসহ বাহারি কারুপণ্য।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।