ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে স্মরণানুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে স্মরণানুষ্ঠান

ঢাকা: দেশবরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মরণানুষ্ঠান চলছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী কাইয়ুম চৌধুরী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আলোচনা, পাঠ ও গানের আয়োজন করা হয়েছে। গান পরিবেশনা করছেন একঝাঁক শিল্পী।  

অনুষ্ঠানে শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আবুল মনসুর।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।