ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গবেষণাধর্মী ওয়েবসাইট ‘বিয়ন্ড পিস’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
গবেষণাধর্মী ওয়েবসাইট ‘বিয়ন্ড পিস’র যাত্রা শুরু বিয়ন্ড পিসের হোমপেজ

ঢাকা: ‘পারসেপশন, পাওয়ারফুল অ্যান্ড পারসিস্ট্যান্ট’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী প্রকাশনা ওয়েবসাইট ‘Beyond peace- বিয়ন্ড পিস’-এর যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ক্লাউড মিটিং প্ল্যাটফর্ম জুমে আয়োজিত একটি ভিডিও কনফারেন্সে ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করা হয়।

ওয়েবসাইটটিতে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিভিন্ন সমসাময়িক বিষয়, যেমন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি, মনোবিজ্ঞান, লোকপ্রশাসন, সিকিউরিটি ও স্ট্র্যাটেজি, রিফিউজি ও মাইগ্রেশন এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক শান্তি ও সংঘর্ষ সম্পর্কিত বিষয় নিয়ে আর্টিকেল ও বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

সামাজিক বিজ্ঞানের তরুণ শিক্ষার্থীদের লেখা ও বিশ্লেষণধর্মী কাজকে প্রকাশনার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের গবেষণার কাজে উদ্বুদ্ধ করাই এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য বলে জানান হয়। ওয়েবসাইটটিতে এক্সেস করা যাবে www.beyond-peace.com এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।