দুনিয়ায় মানুষ মরে, কায়া ঝরে
রুহু মরে নাই।
মাটির দেহ রইলো পড়ে
রুহু ঘরে নাই
মাওলা, রুহু ঘরে নাই।
কোথা হইতে আসে রুহু
কোথায় যায় চলি,
উড়াল দিয়া পলায় পাখি
কিছুই না বলি
ও বন্ধু, আমার মনতো ভরে নাই।
এই ভব জগতের রঙ্গমেলায়
সময় গেলো হেলায়-ফেলায়,
এখন মাটির দেহ ঘুমায় দেখো
রুহু পড়ে নাই
দয়াল, রুহু পড়ে নাই।