রাজশাহী: বর্তমান করোনা পরিস্থিতির কারণে রাজশাহী বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রাজশাহী কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিল।
রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই বইমেলার পৃষ্ঠপোষকতা ছিল- জাতীয় গ্রন্থাগার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
রাজশাহী বইমেলা স্থগিতের বিষয়ে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর জানান, সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে মেলা আয়োজন স্থগিত রাখার কথা বলা হয়েছে।
তাই মেলাটি আপাতত স্থগিত থাকবে। ১৪ দিন পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসাধারণকে পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটারসহ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে জনসমাগম সীমিত রাখার জন্য আহ্বান জানান রাজশাহী বিভাগীয় কমিশনার।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসএস/জেআইএম