ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হুমায়ূন আহমেদকে হারানোর নয় বছর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
হুমায়ূন আহমেদকে হারানোর নয় বছর হুমায়ূন আহমেদ

জনপ্রিয় লেখক সাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যু বার্ষিকী সোমবার। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।

তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখকও মনে করা হয়।

নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও সমাদৃত হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় কথা সাহিত্যিক।  
বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৯৪ সালে দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।  

লাখ লাখ ভক্ত-পাঠক তার চলে যাওয়ার দিনটিতে তাকে মনে করেন শ্রদ্ধা আর ভালোবাসায়। পাঠকের আজও বেঁচে আছেন হুমায়ূন আহমেদ।  

গাজীপুরে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্মরণে সীমিত পরিসরে দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়েছে।

তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদসংকেত ও ঘেটুপুত্র কমলা। আশাবরী, অচিনপুর, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প ও দেয়ালসহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস রয়েছে তার।  

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১ 
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।