ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ

ঢাকা: শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় দেখা দেওয়ায় সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওই হাসপাতালে ৩ দিনে ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রক্তচাপ কমে যাওয়ায় ৮৫ বছরের এই লেখককে সিসিইউতে নেওয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) আনন্দবাজার পত্রিকা এ খবর জানায়।

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকাটি জানায়, এখন করোনায় আক্রান্ত না হলেও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে সাহিত্যিকের। প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে তাকে।

এছাড়া মূত্রনালীতে সংক্রমণ এবং লিভার ও কিডনিতেও সমস্যা রয়েছে তার। মূত্রনালীর সংক্রমণই এখন তার মূল সমস্যা। মূলত এ বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছেন বুদ্ধদেব গুহ।

সাহিত্যিককে হাসপাতালের গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।