ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের 'পাণ্ডুলিপি করে আয়োজনে'র ৫১তম পর্ব সন্ধ্যায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
বিস্তারের 'পাণ্ডুলিপি করে আয়োজনে'র ৫১তম পর্ব সন্ধ্যায়

শিল্পসংগঠন বিস্তারের নিয়মিত আন্তর্জাল সাহিত্যালাপের আসর 'পাণ্ডুলিপি করে আয়োজনে'র ৫১তম অধিবেশন বসবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায়।

সদ্যপ্রয়াত প্রাবন্ধিক ও গবেষক, অধ্যাপক ভূঁইয়া ইকবালের প্রতি বিস্তারের শ্রদ্ধার্ঘ্যস্বরূপ অনুষ্ঠেয় এ বিশেষ স্মরণসভায় তাঁর বন্ধু, স্বজন, সতীর্থ ও শুভার্থীরা তাঁর স্মৃতিচারণ এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করবেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিস্তারের পরিচালক লেখক ও অনুবাদক আলম খোরশেদ।

নিম্নোক্ত জুম সংযোগটির মাধ্যমে উক্ত স্মরণসভায় অংশ নিয়ে আগ্রহী যে কেউ তাঁর স্মৃতিচারণ ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।  

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/89844467198?pwd=OUpNVWFxeWFtSG9tRGJZbEM4WUdDZz09

Meeting ID: 898 4446 7198
Passcode: bistaar

এছাড়া বিস্তারের নিজস্ব ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখা যাবে। তার ঠিকানা:
https://www.facebook.com/chittagongartscomplex

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে সাহিত্যানুরাগী সবাই সাদরে আমন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।