ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মদিন উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মদিন উদযাপিত

ফরিদপুর: ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মদিন উদযাপিত  হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) জেলা শহরের গোবিন্দপুর কবির নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এর আগে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত সবাইকে পল্লীকবির জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, প্রফেসর এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।  

অনুষ্ঠানে পল্লীকবির জীবন নিয়ে "আমাদের কবি জসীমউদ্দিন" শিরোনামে প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।