ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৬ দিনব্যাপী বইমেলা শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ময়মনসিংহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৬ দিনব্যাপী বইমেলা শুরু 

ময়মনসিংহ: ‘বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন’ এ স্লোগানে ময়মনসিংহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।  

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ বইমেলার উদ্বোধন করেন ময়মনসিংহে সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।

 

এ সময় মসিক মেয়র টিটু বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সুন্দর মনের মানুষ প্রয়োজন। বই সুন্দর মনের মানুষ তৈরি করে, মানবিকতা শেখায় ও কর্মে উদ্দীপ্ত করে। সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই।  

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র টিটু বলেন, নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি দেশ, সমাজের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, গুণী মানুষের জীবন ধারা অধ্যয়ন করতে হবে। সব কিছু শিক্ষা নিয়ে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।  

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নাসহ অনেকে।  

ভ্রাম্যমাণ বইমেলার সমন্বয়ক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ময়মনসিংহ ইউনিট ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এ বইমেলা পরিচালিত হচ্ছে। এতে দেশ-বিদেশের প্রায় দেড়শ' প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারেরও বেশি বই রাখা হয়েছে।  

আগামী ১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য এ বইমেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।