ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘ছন্দে গীতিতে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
‘ছন্দে গীতিতে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন বৃহস্পতিবার

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে শত গানের সংকলনগ্রন্থ ‘ছন্দে গীতিতে বঙ্গবন্ধু’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার (৩১ মার্চ)।

ওইদিন বিকেল ৫টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বইটি প্রকাশ করেছে ‘অনুপ্রকাশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করবেন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান, কবি অসীম সাহা ও শিশু সাহিত্যিক আসলাম সানী। সভাপতিত্ব করবেন বইটির সম্পাদনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মৃধা বেনু।

মোড়ক উন্মোচনের পর বইটিতে সংকলিত গান থেকে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করবেন শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।