ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে আইকাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে আইকাও

ঢাকা: বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রশিক্ষণ সহযোগিতা আরো বাড়াবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।  

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশের অংশগ্রহণে আইকাও-এর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পাঁচ দিনব্যাপী ঢাকার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হচ্ছে।

সেখানে মঙ্গলবার (১৭ অক্টোবর) সম্মেলনের তৃতীয় দিনে আইকাও-এর ট্রেইনার প্লাসের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও আইকাও-এর মধ্যে একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়। ফ্রেমওয়ার্কে আইকাও-এর পক্ষে মহাসচিব হুয়ান কার্লোস সালাজার, বেবিচকের পক্ষে চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান স্বাক্ষর করেন।

এই ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্টের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশে অ্যাভিয়েশন খাতে দক্ষ ও সুপ্রশিক্ষিত জনবল তৈরি করার পথ সুগম হবে। এর ফলে বেবিচকের এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ অন্যান্য অপারেশনাল (কারিগরি) কাজে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে আইকাও আরো কার্যকর ভূমিকা পালন করবে।

বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে সম্মেলনের তৃতীয় দিনে অ্যাভিয়েশন সেন্টারের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও আইকাও-এর বিভিন্ন আইনগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।  

এ সময় আইকাও এবং ফিলিপাইনের মধ্যেও একটি ট্রেনিং সার্ভিস অ্যারেঞ্জমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পাদিত হয়।

অনুষ্ঠানে আইকাও-এর ডিরেক্টর (ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইপ্লিমেন্টেশন ব্যারো অব আইকাও) জয় আন্তোনিও ভার্গাস আরায়া, বেবিচক সদস্য (অপস এন্ড প্ল্যানিং) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, পরিচালক (সিভিল অ্যাভিয়েশন অ্যাকাডেমি) প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও-এর হেড অব দ্য ট্রেনিং অপারেশনস্ ইউনিট মেকি লাও উপস্থিত ছিলেন।

৩৮ বছর পর ঢাকায় আয়োজিত ডিজিসিএ সম্মেলন ১৯ অক্টোবর শেষ হবে।

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩ 
এমকে/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।