সিলেট: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট।
ইতোমধ্যে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়েছে। যথাসময়ে ফ্লাইট চালুর জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২৭ এপ্রিল ফ্লাইট চালু হতে যাচ্ছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ফ্লাইটে কেবল পণ্য পরিবহন করা হবে, কোনো যাত্রী থাকবে না। এমন সময় ফ্লাইটটি চালু হচ্ছে যখন ভারত সরকার বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ফলে কার্গো ফ্লাইট চালু হলে বিশেষ করে ইউরোপে পণ্য রফতানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য একটি নতুন যুগের সূচনা হবে।
এর আগে অভিযোগ ছিল, শেখ হাসিনার আত্মীয় শেখ কবির হোসেনের কারণে বিগত দিনে সিলেট থেকে কার্গো ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গিয়েছিল। গত জানুয়ারিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ঢাকার বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি দ্রুত কার্গো ফ্লাইট চালুর দাবি জানান এবং বন্ধের কারণ নিয়েও আলোচনা করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ক্যাটাগরি-১-এ উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) একটি প্রতিনিধি দল সম্প্রতি বিমানবন্দর দুটি পরিদর্শন করে এ ঘোষণা দেয়। ফলে এই বিমানবন্দরগুলো থেকে কার্গো ফ্লাইট চালু হলে রপ্তানিকারকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি বাড়তি খরচও সাশ্রয় হবে। পাশাপাশি দ্রুততম সময়ে পণ্য আমদানিকারক দেশে পৌঁছানো সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এনইউ/এমজে