ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বৈমানিকদের অবসরের বয়স এখন ৬০ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
বৈমানিকদের অবসরের বয়স এখন ৬০ বছর

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকদের অবসরের বয়সসীমা তিন বছর বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈমানিকেরা ৬০ বছর বয়স পূর্ণ হলে অবসরে যাবেন।



আগের নিয়মানুযায়ী, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বৈমানিকেরা ৫৭ বছর বয়সে অবসরে যেতেন। সম্প্রতি বিমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন করে।  
 
২০১০ সালে অবসরের বয়সসীমা ৬২ বছর করার দাবিতে বৈমানিকেরা তাদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) ব্যানারে আন্দোলনে নেমে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দিয়েছিল। ওই সময় বিমান কর্তৃপক্ষ এ দাবিকে অযৌক্তিক হিসেবে অ্যাখ্যায়িত করলেও এতদিনে তাদের বোধোদয় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

তারা বলছেন, বিমান যদি তখনই এই দাবি মেনে নিতে তাহলে বিগত কয়েক বছরে বিপুল সংখ্যক সিনিয়র বৈমানিকদের অবসরে যেতে হতো না। সেই সঙ্গে বিমানকেও কয়েকগুণ বেশি অর্থ ব্যয়ে এত বিদেশি বৈমানিক নিয়োগ দেওয়ার প্রয়োজন হতো না। বর্তমানে বিমানের ১৬ জন বিদেশি বৈমানিক রয়েছেন।  

অবশ্য বিশ্বের বেশিরভাগ দেশেই বৈমানিকদের অবসরের বয়সসীমা ৬০ বছরের ওপরে।    

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।