ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইটে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইটে আগুন সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট- সংগৃহীত

ঢাকা: উড্ডয়নের মিনিট খানেক আগে সাউদিয়া এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে হজ যাত্রী সূ্ত্রে জানা গেছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটলেও এসভি ৮১১ ফ্লাইটের ৩১৩ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দ্রুত সবাইকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে দুপুর পৌনে ২টায় অন্য আরেকটি ফ্লাইটে হজ যাত্রীদের জেদ্দা পাঠানো হয়। ফ্লাইটটির বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার শিডিউল ছিলো।

ওই ফ্লাইটের যাত্রী সিলেটের মাওলানা ফয়সাল আহমেদ বাংলানিউজকে জানান, ঠিক যখন বাতাসে ভাসতে যাচ্ছিলো তখনই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। উপরওয়ালা আমাদের বাঁচিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তাও অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।