ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

এভিয়াট্যুর

রাজশাহী রুটে নভোএয়ারের প্রতিদিন ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, মার্চ ১৮, ২০১৮
রাজশাহী রুটে নভোএয়ারের প্রতিদিন ফ্লাইট নভোএয়ারের নতুন অফার

ঢাকা: রাজশাহী রুটে শিগগিরই প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। আগামী ১ এপ্রিল থেকে তাদের ফ্লাইট পরিচালনা শুরু হবে। এছাড়া গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটেও একটি করে ফ্লাইট যুক্ত করছে এয়ারলাইন্সটি।

রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯শ ৯৯ টাকা। ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ১১টা ৪০ মিনিটে।

যাত্রী চাহিদা বাড়ায় নভোএয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, কক্সবাজার রুটে ৪টি ও সৈয়দপুর রুটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে।  

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে ১টি, যশোরে ৩টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।