ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

যাত্রীর অসুস্থতায় প্লেনের জরুরি অবতরণ

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
যাত্রীর অসুস্থতায় প্লেনের জরুরি অবতরণ ইন্ডিগোর একটি প্লেন

প্লেনের ভিতরে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় রুট পরিবর্তন করে জরুরি অবতরণ করেছে ভারতের এয়ার ইন্ডিগোর একটি প্লেন। ফ্লাইটটি পুনে থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও ইন্দোর এয়ারপোর্টে অবতরণ করে।

৫২ বছর বয়সী এক যাত্রী প্লেনে ভিতরে হঠাৎ অসুস্থতার কথা জানালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।  

মধ্য আকাশে ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৬৯ সকাল সাড়ে ৯টার দিকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ইন্দোরের দেবী আহিল্যাবতী হলকার এয়ারপোর্টের ডিরেক্টর আরায়মা স্যানাল একথা জানান।

অবতরণের পর অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হসপিটালে নেওয়া হয় এবং তিনি সুস্থ আছেন বলেও জানান আরায়মা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।