ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

৫ হাজার টাকায় ঢাকা-কলকাতায় ইন্ডিগোর রাউন্ড ট্রিপ 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
৫ হাজার টাকায় ঢাকা-কলকাতায় ইন্ডিগোর রাউন্ড ট্রিপ  ইন্ডিগোর এয়ারক্র্যাফট। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে অপারেশন চালু করছে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। আসছে ০১ আগস্ট থেকে ঢাকা-কলকাতা রুটে আকর্ষণীয় ছাড়ে মাত্র ৫ হাজার ৩১ টাকায় যাত্রীসেবা দেবে সংস্থাটি। 

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।  

সংস্থাটির চিফ স্ট্র্যাটেজি অফিসার উইলিয়াম বোল্টার জানান, চলতি বছরের আগস্ট থেকে ইন্ডিগোর নবম আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকায় প্লেন চলাচল শুরু হবে।

ঢাকা-কলকাতা রুটের যাত্রীরা মাত্র ৫ হাজার ৩১ টাকায় প্লেনের টিকিট কিনতে পারবেন।


ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট www.goindigo.in থেকে আগ্রহীরা টিকিট কিনতে পারবেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।  

ইন্ডিগো জানায়, আগামী ১ আগস্ট ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্ডিগোর প্রথম ফ্লাইটটি যাত্রা করবে। ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ে চলাচল করবে কম ভাড়ার জন্য পরিচিত এই উড়োজাহাজ সংস্থাটি। প্রথম দিকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১১ হাজার ৭০০ টাকা।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।