ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইট দু’টিও বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ৪, ২০১৯
বিমানের ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইট দু’টিও বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দু’টি ফ্লাইট শনিবারের (০৪ মে) ঢাকা-চট্রগ্রাম-ঢাকা রুটের।

শনিবার সকালে বিমানের জনসংযোগ দফতর জানায়, আবহাওয়াজনিত কারণে শনিবারের ঢাকা-চট্টগ্রাম ‘বিজি-৪১৩’ ও চট্টগ্রাম-ঢাকা ‘বিজি-৪১৪’ দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার সকালের ঢাকা থেকে কলকাতার ‘বিজি-০৯১’ ফ্লাইটেও বিলম্ব হয়।

বিকেল সাড়ে ৩টা নাগাদ এ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবারও (০৩ মে) বিমানের ঢাকা-যশোর ‘বিজি ৪৬৭’ ও যশোর-ঢাকা ‘বিজি ৪৬৮’ ফ্লাইট দু’টি বাতিল করা হয়। এ দিন বাতিল করা হয় বিমানের আরও দু’টি ফ্লাইট। সেগুলো হলো- ঢাকা-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটের।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টাম এপ্রিল ০৪, ২০১৯
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।