ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

কলকাতা-চেন্নাইয়ে ইউএস-বাংলার ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
কলকাতা-চেন্নাইয়ে ইউএস-বাংলার ফ্লাইট চালু বিমানবন্দরে যাত্রীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারতের কলকাতা ও চেন্নাইয়ে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।   এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়ারলাইন্সই প্রথম ভারতে এ ফ্লাইট চালু করলো।

সূত্র জানায়, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২০১ ফ্লাইটটি কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সকাল ১০টা ৩৫মিনিটে চেন্নাইগামী বিএস২০৫ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

করোনা মহামারিতে সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির অধীনে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু হলো।

করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেওয়ার ঘোষণা দেয় দেশটি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।