ঢাকা: বাংলাদেশের পুলিশ বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশের ব্রিটিশ দূতাবাস। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির কাছে দূতাবাসের এক কর্মকর্তা একথা নিশ্চিত করেন।
ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন কার্যায়লয় প্রেস অফিসার বার্তা সংস্থা এএফপিকে জানান, পুলিশের বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি। তিনি আরও জানান, আমাদের সন্ত্রাস বিরোধী সহযোগিতাগুলো সাধারণত আমাদের আইন অনুযায়ী হয়ে থাকে।
র্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামে পরিচিত এ বাহিনী ২০০৪ সালে প্রতিষ্ঠার পর এর বিরুদ্ধে বিচারবহির্ভূত শত শত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
বাংলাদেশের আধাসামরিক বাহিনীকে ব্রিটিশ সরকার প্রশিক্ষণ দিয়েছে বলে বুধবার ব্রিটিনের দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়।
উইকিলিকসে ফাঁস হওয়া তারবার্তা থেকে তথ্য নিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০