ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

নিয়ম-কানুন মেনেই ল্যান্ড ডেভেলপ করতে হবে: আহমেদ আকবর সোবহান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
নিয়ম-কানুন মেনেই ল্যান্ড ডেভেলপ করতে হবে: আহমেদ আকবর সোবহান

ঢাকা: বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ) সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘সরকারের নিয়ম-কানুন মেনেই ল্যান্ড ডেভেলপ করতে হবে। ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থা, রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় সব বিষয়েই খেয়াল রাখতে হবে।

কমিটমেন্ট ঠিক রাখার বিষয়টি সবচেয়ে বড়। ’

রোববার বিকেলে বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের (মেইন রোড) ৩৩৫ নম্বর বাড়িতে বিএলডিএ-এর স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।    

আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা যারা ল্যান্ড ডেভেলপ করার জড়িত আছি, কোনো সরকারই তাদের ভাল চোখে দেখে না। তারা মনে করে, আমাদের কারণেই ঢাকার জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের সমস্যা হচ্ছে। কিন্তু এটি ঠিক নয়। বরং আমাদের কারণেই ঢাকা আজ অনেক উন্নত। ’

বিএলডিএ সভাপতি বলেন, ‘একটি বিল্ডিং করতে হলে ওই বিল্ডিংয়ের সঙ্গে ২৭০টি ইন্ড্রাস্ট্রি জড়িত থাকে। ল্যান্ড ডেভেলপ করার সুবাদেই এসব ইন্ড্রাস্ট্রি চলে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ’

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘ল্যান্ড ডেভেলপ করার নামে মানুষকে ঠকানো যাবে না। নিজে ঠকবেন, তবু মানুষকে ঠকানো যাবে না। ঠকালে নিজেই ঠকবেন। ’

তিনি আরও বলেন, ‘আমি যখন হাউজিং ব্যবসা শুরু করি তখন আমাদের কাছে মডেল ছিলেন জহিরুল ইসলাম। সময়ের পরিবর্তনে এখন অনেকেই এই ব্যবসা করছেন। এই ব্যবসার যথেষ্ট বদনাম ছিলো। সকল বদনাম এখন ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। আমরা জনকল্যাণে কাজ করছি। হাউজিং ব্যবসার কারণে কৃষকরাও এখন ধনী। এই ব্যবসা আছে বলে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহবান জানান আহমেদ আকবর সোবহান।

অনুষ্ঠানে আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএলডিএ-এর সহসভাপতি এমএম এনামুল হক বলেন, ‘আজকের এই সংগঠন জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত যে অগ্রগতি অর্জন করেছে, তার বড় কৃতিত্ব বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বিএলডিএ সভাপতির। তার সুযোগ্য নেতৃত্বে বিএলডিএ আজ একটি স্থায়ী অফিস পেয়েছে। ’

তিনি বলেন, ‘এই সেক্টরকে আগে কেউ মূল্যায়ন করতো না। বরং অপরাধী হিসেবেই দেখতো। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মেধা, মনন ও তার যোগ্য নেতৃত্ব। ’   

বিএলডিএ-এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশের রিয়েল স্টেট সেক্টরের উন্নয়নে আমাদের সভাপতি আন্তরিক। তার আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা একটি স্থায়ী অফিস পেয়েছি। তার নেতৃত্বে এই সংগঠন আরও অনেক দূর যাবে। ’  

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বিএলডিএ-এর অর্থ সম্পাদক ও নবোদয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এমএ সামাদ, গ্লোরিয়াস ল্যান্ড ডেভেলপার্স এর চেয়ারম্যান মুজিবুল হক, যমুনা বিল্ডার্স এর পরিচালক ড. আলমগীর আলম, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল হুদা ও দেশের শীর্ষ স্থানীয় ল্যান্ড ডেভেলপার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তা ও বিএলডিএ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০০, জানুয়ারি ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।