ঢাকা: উচ্চ মাধ্যমিক পাসের পর দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে বুয়েট, মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এসব প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যার চেয়ে এবার জিপিএ- ৫ পেয়েছে চার গুণেরও বেশি শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন প্রায় পাঁচ হাজার ৮০০, বুয়েটের আসন সংখ্যা ৮১০ এবং সরকারি ১৮টি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা দুই হাজার ৩৬৬। প্রথম পছন্দের এসব প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা মাত্র ৮ হাজার ৯৭৬।
আর এবার জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৭৫৯ জন।
এছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় গত বছর যারা এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি তারাও এবার পরীক্ষা দেবে।
বিগত বছরগুলোতে দেখা গেছে, অনেকেই জিপিএ-৫ না পেয়েও ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাই ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ারাও জিপিএ-৫ পাওয়াদের প্রতিদ্বন্দ্বী।
বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ মেধাবীদের পছন্দ বুয়েট ও মেডিক্যাল কলেজ। বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান এই তিন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে। বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১৭ হাজার ৮০০। ফলে ২০ হাজারেরও বেশি মেধাবীকে উচ্চ শিক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হবে।
দেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস।
এছাড়া প্রকৌশল বিদ্যার জন্য আছে বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েট।
কৃষি সেক্টরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও চিটাগং ভেটেরনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এবার ১০টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ হয়েছে পাঁচ লাখ ৭৪ হাজার ২৬১ জন। আর দেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ মিলিয়ে আসন রয়েছে দুই লাখ ৫৪ হাজার ৬০০টি।
এছাড়া ৫৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রয়েছে মাত্র ১৭ হাজার ৩৩০টি আসন। আর বেসরকারি ৪৩টি মেডিক্যালের আসনসংখ্যা তিন হাজার ৩৫০টি।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ হচ্ছে গত বছর ভর্তি হতে না পারারাও।
সুতরাং এ বছর শুধু উচ্চ শিক্ষায় ভর্তি যুদ্ধে অংশ নেবে প্রায় সাত লাখ শিক্ষার্থী।
পাসের হার ও জিপিএ- ৫ পাওয়ার রেকর্ড হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে। এ বছর ১০ বোর্ডে গড় পাসের হার ৭৫ দশমিক ০৮। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ২৮। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৩৯ হাজার ৭৬৯ জন।
আট বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৪ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণের হার এবং জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৮ হাজার ৮৭৩ জন বেশি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শুধু একবারই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া বাঁকি সব কয়টি বিশ্ববিদ্যালয়েই এক শিক্ষার্থী পরপর দুই সেশনের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে।
তাই এবারো পুরনোদের ভিড়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হতে পারে অনেকেই।
সব মিলিয়ে উচ্চ শিক্ষার জন্য যেমন প্রতিযোগিতা হবে, তেমনি আসন সংকটের কারণে অনেকেই ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না।
এ ব্যপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আসন সংকটে সব মেধাবীরা নিজের পছন্দের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না। ভর্তি পরীক্ষায় একাডেমিক পড়াশোনার বাইরেও আরো কিছু যাচাই-বাছাই হয়। তবে হতাশ হওয়ার কিছু নেই। যারা পরিশ্রম করবে, যারা ক্রিয়েটিভ, তারাই শেষ পর্যন্ত ভালো করে। ’
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১