ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘ইউপি নির্বাচনে সরকারি দলের তাণ্ডব’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
‘ইউপি নির্বাচনে সরকারি দলের তাণ্ডব’

ঢাকা: দেশের ৭২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এ নির্বাচনকে ঘিরে সরকার দলীয় সন্ত্রাসীরা নানা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।



মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

রিজভী বলেন, সকাল থেকেই আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র  দখল করে ব্যালট পেপারে সিল মারাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।  

তিনি বলেন, ঝালকাঠি জেলাধীন সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নে সোমবার (২১ মার্চ) মাগরিবের পর আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোন্ডা নিয়ে এসে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে।

ইউপি নির্বাচন এবং ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে নোয়াখালী সরকারি পুরাতন কলেজের সামনে ছাত্রদল নেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ ক্যাডার’রা। নিহত রাজিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাজিব হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।