ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস। রোববার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাবন্দি থাকাবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস। সেখান থেকেই মুক্তি পান তিনি। মুক্তির পরও আব্বাস হাসপাতালটিতে চিকিৎসাধীন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ জানান। তিনি বলেন, অসুস্থ্যতার কারণে মির্জা আব্বাস বারডেম হাসপাতালে ভর্তি ছিলো। ওই হাসপাতাল থেকেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মিন্টুও বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আব্বাস এখন বারডেমে ডা. খাজা নাজিমউদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬/আপডেট ২১৫২ ঘণ্টা
এমএম/এনএ/এইচএ/