ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিএনপি

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে বহিষ্কার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়নটির যুবদল সভাপতি মোশারফ হোসেন হারুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা যুবদলের এক জরুরি সভায় এ বহিষ্কার করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন জানান, শাকের হত্যাকাণ্ডের সঙ্গে ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনের সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠায় মোশারফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা মোশারফের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শাকেরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা এপ্রিল ১৯ ২০১৬
জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।