ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নবাবগঞ্জে ইউপি নির্বাচন বর্জন বিএনপির প্রার্থীর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
নবাবগঞ্জে ইউপি নির্বাচন বর্জন বিএনপির প্রার্থীর

ঢাকা: আগামী ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউপির বিএনপির প্রার্থী এরশাদ আল মামুন।
 
প্রচারণায় বাধা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগে শনিবার (৩০ এপ্রিল) দুপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানান।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তার কর্মীরা অবাধে প্রচারণা ও  গণসংযোগ করতে পারছে না। ফলে তিনি সুষ্ঠু নির্বাচন ও ফলাফল নিয়ে শঙ্কিত। এ অবস্থায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শেখ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিএনপির প্রার্থী এরশাদ আল মামুন নির্বাচন নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।