ঢাকা: জনগণের কল্যাণের দিকে সরকারের দৃষ্টি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
বুধবার (১৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেলের খুন-গুম ও নির্যাতনে অসুস্থ নেতাকর্মীদের সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে জাতীয়তাবাদী হেল্প সেল চারটি নির্যাতিত পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়। সংগঠনটি এ পর্যন্ত ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা দিয়েছে হত্যা-নির্যাতনের শিকার পরিবারগুলোকে।
তিনি আরও বলেন, সাদা পোশাকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তবে সামনে আলোর দিন আসছে। রাষ্ট্রের সবক’টি প্রতিষ্ঠান জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মীর হেলাল, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসএ/এএ