ঢাকা: সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘প্রায়ত সাংবাদিক ও বুদ্ধিজীবি সাদেক খান স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় বলেন, সরকারের বিরুদ্ধে কিছু বললেই জেলে যেতে হবে। আর গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা বলতে কিছু নেই। তারা তো এখন আওয়ামী জালীম সরকারের কাছে বন্দি হয়েছেন।
আলোচনায় সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, সাদেক খান গণতন্ত্রের লোক ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাই আমাদের গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। দেশ নেত্রী খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে গণতন্ত্রের আন্দোলনকে সফল করতে হবে।
সভায় গণস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে ভালো মানুষের বড়ই অভাব। সাদেক খানের মৃত্যুতে বাংলাদেশ একজন গুনী মানুষকে হারালো। তার অভাব কোনো ভাবেই পূরণ হবার নয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংবাদিক মাহফুজ উল্লাহ, স্বাধীনতা ফোরামের সহ-সভাপতি বাবুল আহমেদ, এলডিপির সাধারণ সম্পাদক সেলিম, ব্যারিস্টার পারভেজ, খালেদা ইয়াসমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ২৩, ২০১৬
ওএইচ/বিএস