ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
রাজনীতিকদের সঙ্গে খালেদার ইফতার  ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র রমজানের পঞ্চম দিন শনিবার (১১ জুন) রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) রাজনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের প্রধান ও শীর্ষ নেতারা অংশ নেন।


 
অংশ নেন সমমনা রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান, মহাসচিব ও প্রতিনিধিরা।
 
ইফতার মাহফিলে ২০ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন- জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান পেশয়ারি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,  এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মুহম্মদ ওয়াক্কাচ, ইসলামিক পার্টির সভাপতি আবু তাহের চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব,  বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।


 
বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম তরিকুল ইসলাম, ব্রি. জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইছুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
২০ দলীয় জোটের বাইরে কেবল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক খালেদা জিয়ার ইফতার মাহফিলে অংশ নেন।


 
অন্যান্যবার বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. অধ্যাপক একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ইফতার মাহফিলে শরিক হলেও এবার তারা আসেননি।
 
এদিকে ইফতারের ১৫ মিনিট আগে হলরুমে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিয়ময় করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
এরপর দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে একই মঞ্চে ইফতার করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬, আপডেট: ২০১২ ঘণ্টা
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।