রাজশাহী: রাজশাহী কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের মামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং জামিনের জন্য আবেদন জানান।
কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক কুদরত-ই-খুদা জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
তারা হলেন-ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার সভাপতি মোর্ত্তজা ফামিন, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সিটি কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভ হোসেন, ছাত্রদল কর্মী শাহজাহান আলী ও এসকে রাজ ভাষা।
গত ১৭ মে রাজশাহী কলেজ ছাত্রলীগের এক কর্মীকে মারপিট করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছাত্রাবাসের কয়েকটি কক্ষে অগ্নিসংযোগও করা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে থানায় মামলা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসএস/ওএইচ/আরআই