ঢাকা: বিগত পঞ্জিকা বছরের (২০১৫ সাল) আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৫ দিন অতিরিক্ত সময় চাইল বিএনপি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করতে হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে একটি লিখিত আবেদনের মাধ্যমে হিসাব দাখিলের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ১৫ দিন সময় চেয়েছে বিএনপি।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বাংলানিউজকে এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩১ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে। আবার ন্যাশনাল পিপলস পার্টিও (এনপিপি) হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে।
তবে এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল হিসাব জমা দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
২০১৫ সালে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি দল ২০১৪ সালের হিসাব জমা দেওয়ার ক্ষেত্রে সময় বাড়ানোর জন্য ইসিতে আবেদন করেছিলো। সে সময় ১৫ দিন সময় বাড়িয়েছিল ইসি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ইইউডি/জিসিপি/আরআই