ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

জোট শরিকদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, আগস্ট ২২, ২০১৬
জোট শরিকদের সঙ্গে খালেদার বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন জোটনেত্রী খালেদা জিয়া।
 
রোববার (২১ আগস্ট) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

রাত পৌনে ৯টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় পৌনে ১১টার দিকে।
 
খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক ড. আহমেদ আব্দুল কাদের, ডিএল’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মণি প্রমুখ।
 
বিএনপির নতুন কমিটি ঘোষণার পর জোট শরিকদের সঙ্গে এটিই প্রথম বৈঠক খালেদা জিয়ার।
 
এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি।
 
বৈঠক সূত্রে জানা যায়, জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য গঠন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন, গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।
 
এর মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টিকে ইস্যু করে ২০ দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি দেওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানা যায়।
 
এদিকে বৈঠক শেষে বেরিয়ে শরিক দলের নেতারা তাদের মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন।
 
জোটের অন্যতম শরিক এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণিকে ফোন দিলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

**জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক চলছে
 
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।