ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রংপুরে বৃহস্পতিবার বিএনপির হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
রংপুরে বৃহস্পতিবার বিএনপির হরতাল ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলসহ সকল দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রংপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপির একাংশ।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।

 

লিখিত বক্তব্যে আফতাব হোসেন বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের খুন, গুম, লুটপাট নিত্য দিনের ঘটনা। তাদের দুঃশাসনের শিকার বিএনপির হাজার হাজার নেতাকর্মী রংপুরের সন্তান হাবিব-উন-নবী খান সোহেলসহ সব নেতাকর্মীদের নামে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করার প্রতিবাদে এ হরতাল।

বিএনপি নেতা সোহেলের বিরুদ্ধে একশ’ ৬০টি মামলা দায়ের করে তাকে জেলে বন্দি রাখা হয়েছে। কর্মসূচি সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠেনের সর্বস্তরের নেতাকর্মীসহ রংপুরবাসীর প্রতি আহবান জানান তিনি।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক পৌর বিএনপির সভাপতি কাওছার জামান বাবলা, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজুলর রহমান বাদল, বিএনপি নেতা এমদাদ, আনিছুর রহমান, শফি কামালসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬

এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।