ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘৫ জানুয়ারি নিয়ে আতঙ্কিত সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
‘৫ জানুয়ারি নিয়ে আতঙ্কিত সরকার’ শহীদ মাসুদ রায়হানের স্মরণে এ স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী- ছবি: শাকিল

ঢাকা: ৫ জানুয়ারি আসলেই সরকার আতঙ্কিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির অঙ্গসংগঠন যুব জাগপা আয়োজিত এক স্মরণসভায় তিনি এ সন্তব্য করেন।

পার্বতীপুর উপজেলার যুব জাগপার সভাপতি শহীদ মাসুদ রায়হানের স্মরণে এ স্মরণসভার আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, ৫ জানুয়ারিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হলে লক্ষাধিক লোকের জনসমাবেশ ঘটবে। এতে ভীত হয়েই ক্ষমতাসীনরা অন্তঃসারশূন্য বক্তব্য দিচ্ছে। আসলে সরকার ৫ জানুয়ারি নিয়ে আতঙ্কিত। খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবেও ভীত সরকার। কারণ এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সুষ্ঠু নির্বাচন হলেই তারা গণতন্ত্রের কাছে পরাজিত হবেন।

রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খসরু বলেন, দেশবাসী আজ রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছেন, তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য।

এ সময় দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি আবু মোজাফফর, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেডএফ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।