মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নেত্রকোণার পূর্বধলা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে রাতেই কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরেই তাকে আদালতে হাজির করানো হবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ বাংলানিউজকে বলেন, লোকজনের ভিড় ও সব ধরনের ঝামেলা এড়াতেই তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কিছুক্ষণ পর তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএএএম/জিপি/এএ
** গৌরীপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার