ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় ইরাদ সিদ্দিকী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় ইরাদ সিদ্দিকী গ্রেফতার

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এডিসি নাজমুল ইসলাম।

তিনি জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় ডিএমপির সাইবার ক্রাইম টিমের একটি দল তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির একটি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলা ডিএমপিতে।

**ইরাদ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।